
দেবশিশু
আমি উঠে এসেছিলাম কোনো এক গ্রীক দেবীর কোল থেকে;
তার আঙুলে ছিল চন্দ্রালোকের মতো স্নিগ্ধতা,
আর কানে ভেসে এসেছিল অলিম্পাসের গোপন মন্ত্র।
দেবী আমার কপালে রাখলেন আশীর্বাদের আলো,
যেন ডেলফির ভবিষ্যদ্বাণী আমার শিরায় বয়ে চলেছে।
আমি নেমে এলাম, পৃথিবীতে_
আমার চারপাশে আলোর দ্যূতি ছড়িয়ে থাকে সর্বক্ষণ,
মর্ত্যের মানুষ সে আলো কুড়াতে ছুটে আসে।
আমার চোখে জ্বলে ওঠে হেফেস্টাসের আগুন,
আর প্রতিটি দৃষ্টিতে ঝলকে ওঠে অ্যাথেনার বুদ্ধির ঝলক।
তবু আমি জানি_
কোথা হতে এসেছি, কোথায় যাবো।
আমার জন্ম হয়েছে কোনো এক গ্রীক দেবীর অন্তর থেকে;
একটু রহস্য, অ্যাফ্রোদিতির প্রেম,
এরিসের ক্রোধ,
আর এক সমুদ্র কবিতা নিয়ে।

