thumbnail

ইউটার্নিও আলাপচারিতা

Suraiya Hena

|

যদি তুমি ফিরতে চাও,

একটা সোজা-সাপ্টা ইউটার্ন নিতে হবে কেবল

রাস্তার রিকশাওয়ালা মামার জায়গায় দাঁড়াতে পারে একটা পিকআপ ভ্যান

কিংবা গাছের পাতা আরো কিছু ঝরতে পারে

হয়তো রাতের ফ্রেমে এখন ঘুম মাখা ভোর/ত্যক্ত-রৌদ্র দুপুর/আলস্যের বিকেল কিংবা একটা বিষণ্ণ সন্ধ্যা

হয়তো আমি একটা নতুন জামা জড়িয়েছি গায়ে

কানের দুলটা বদলেছে

কপালের টিপটা হয়তো একটু বামে কিংবা ডানে সরেছে

এশট্রেটা ফাঁকা হয়েছে হয়তো, নতুবা যুক্ত হয়েছে তাতে নতুন পোড়া ফিল্টার্স

চায়ের কাপে হয়তো উঠেছে দুশ্চিন্তায় নখ ঘষবার দাগ!

তবে তোমার ফেলে যাওয়া অসমাপ্ত ঝগড়া, আড়চোখে চাহনী, মুচকি হাসি, হাত ধরবার বাহানা, ঠোঁট ছোঁয়ার সাহস, স্ক্রিন জুড়ে একজোড়া চোখের অপেক্ষা, কবিতা-শায়েরির আলাপ, সিনেমার লিস্ট ভাগাভাগি, ভিন্নত্বের বাহাস, পুরনো চাওয়া, খুনসুটি, অভিমান, গভীর-গাঢ়-ঘোরগ্রস্ত প্রেম... সবটা ঠিক আগের মতোন আছে

তাই, যদি ফিরতে চাও

একটা সোজা-সাপ্টা ইউটার্ন নিতে হবে কেবল

একটা সরল, সোজা-সাপ্টা সিদ্ধান্ত!

এরপর, ওভারথিংকিং নামক জঞ্জাল সরিয়ে ফিরে এসো কেবল,

যদি তুমি ফিরতে চাও...

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam