thumbnail

প্রণয় ও দাসত্ব

Suraiya Hena

|

কেউ কেউ,

এক সমুদ্র ভালোবাসা এনে রাখে পায়ের কাছে

তীরবর্তী এলাকায় আয়োজন করে ভুঁড়িভোজের,

রূপোর থালায় সযত্নে পরিবেশন করে একটা গোটা পৃথিবী!

ওমন সযত্নে সাজানো জিন্দেগী আমাদের টানে না!

কারো সাধনার মুকুট, প্রাসাদ, সমুদ্র, পৃথিবী- প্রত্যাখ্যান করি আমরা।

সবটা ডিঙ্গিয়ে আস্ত হৃদয় বাড়িয়ে দাঁড়াই এক ভাঙ্গা দাওয়ায়

বিনিময় নয়, প্রত্যাখিত হই

সকল রাজকীয় জৌলুশ ফিঁকে হয় ওখানে

ওই অপ্রত্যাশিত জরাজীর্ণ উঠোনে

আমাদের কেমন ভিখিরি লাগে!

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam