
অ্যাডেনিয়াম
আমার মৃত্যুতে তোমার বাগানে ফুটে উঠবে একটি ফুল,
একটি গোলাপ।
কিন্তু সে কোনো সাধারণ গোলাপ নয়,
সে ইরানের লুপ্ত মরুভূমির উত্তাপে জন্ম নেওয়া
তপ্ত, বিবর্ণ মরুর গোলাপ।
যাকে তোমরা অ্যাডেনিয়াম বলে ডাকো।
আমার মৃত্যুতে
তোমার বাগানে ফুটবে সেই মরুর গোলাপ।
তুমি সৌন্দর্যে আকুল হবে,
গন্ধে হবে মুগ্ধ।
আর আমি?
শুধু আমি জানবো_
এই গোলাপকে ফোটাতে
কীভাবে পুড়েছিল আমার শরীর।
কীভাবে দগ্ধ হয়েছিলাম আমি ও
আমার সাথীরা।
এই ছোট্ট, নরম, কোমল শরীর
কীভাবে আগুনের হলকায় গলে গিয়েছিল।
তারপর আমি হয়ে উঠলাম এক জ্বলন্ত সৌন্দর্য,
তোমাদের প্রিয়,
মরুর গোলাপ।

